বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চকরিয়া পৌর শাখার নুরুল ইসলাম হায়দার ও মোবারক আলীর নেতৃত্বাধীন নির্বাহী কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সাথে এসএম আবুল হাসেমকে আহবায়ক ও এম মোবারক আলীকে সদস্য সচিব করে দুই সদস্যবিশিষ্ট নতুন আংশিক আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না পুরনো কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি অনুমোদন করেন। আজ বৃহস্পতিবার (২ জুন) এই সিদ্ধান্ত হয়।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, সুসংহত ও গতিশীল করার লক্ষ্যে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
দুই সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে আগামি একমাসের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না।