আলমডাঙ্গা থানার চৌকস পুলিশ অফিসার এসআই হামিদের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেল ভুক্তভোগীরা। গত মাসের ১৫ ও ২৮ তারিখে দুইটি মোবাইল ফোন হারিয়ে গেছে বলে দুই জন ভুক্তভোগী ( ১)মোঃ নজরুল ইসলাম, পিতাঃমোকসেদ আলী গ্রামঃ পাকুড়িয়া,থানাঃ গাংনী জেলাঃমেহেরপুর, (স্যামসাং A50 স্মার্ট) (২) মোঃ সদর উদ্দিন পিতাঃ মৃত আঃ গণি বিশ্বাস গ্রামঃ পার দুর্গাপুর থানাঃআলমডাঙ্গা জেলাঃচুয়াডাঙ্গা, (max plusস্মার্ট ফোন,) পৃথক পৃথক ভাবে আলমডাঙ্গা থানায় দুইটি জি ডি করেন।এই জিডির পরিপ্রেক্ষিতে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম হারানো মোবাইল উদ্ধারের জন্য এস আই হামিদুল ইসলামকে দায়িত্ব প্রদান করেন এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা গ্রহণ করেন। ফোন কল ট্র্যাকিংয়ের মাধ্যমে,গোপন পাসওয়ার্ড এর সাহায্যে হারিয়ে যাওয়ার প্রায় এক মাসের কিছু সময় পরে এই মোবাইল ফোন দুইটির, একটি ফরিদপুর জেলা থেকে এবং অপরটি আলমডাঙ্গা উপজেলা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন দুইটি আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম স্বহস্তে ভুক্তভোগী নজরুল ইসলাম ও সদরউদ্দিন কে ফেরত দেন। ফোন দুটি হাতে পেয়ে নজরুল ইসলাম ও সদর উদ্দিন প্রচন্ড খুশি হয় এবং আলমডাঙ্গা থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান।