রাজশাহী মহানগরীতে ৬২ বোতল ফেন্সিডিল-সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো মো: শাহীন আলী(২৮), সে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চরমাজারদিয়াড় এলাকার মো: নাজমুলের ছেলে ও মো: বোরহান উদ্দিনের ছেলে মো: কাউসার হোসেন(২৬)।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১ জুন রাত সোয়া ১২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই কাজী জাকারিয়া ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে ৬২ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, ফেন্সিডিল গুলো অপর মাদক ব্যবসায়ী মো: এরশাদ (৩২) এর কাছ থেকে সংগ্রহ করেছিলো।
পতালক আসামির বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।