রাজবাড়ীতে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন।
কালুখালী উপজেলার রেলগেট এলাকায় বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের বাড়ি পাংশা উপজেলার পাট্যা ইউনিয়নের পুইজোড় গ্রামে।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ক্রাইম নিউজ টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে রাজবাড়ী আদালতে মামলার হাজিরা দেয়ার জন্য একই পরিবারের ছয়জন অটোরিকশায় যাচ্ছিলেন। রেলগেট এলাকায় একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর অটোর পেছনে থাকা প্রাইভেট কারেও ট্রাকের ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই অটোর তিন যাত্রী নিহত হন। আহতদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আরও তিনজনের মৃত্যু হয়।
প্রাইভেট কারের চালক ও অটোর আরেক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুমন আরও জানান, এ ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পলাতক।