“পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প”এই প্রতিপাদ্যে সারা বিশ্বের সাথে সংগতি রেখে বুধবার ১ জুন মৌলভীবাজারে পালিত হচ্ছে ‘বিশ্ব দুগ্ধ দিবস-২০২২’।
দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর মৌলভীবাজার এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য মোঃ নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন,আলহাজ্ব মিছবাহুর রহমান, চেয়ারম্যান, জেলা পরিষদ, মোঃ ফজলুর রহমান, মেয়র, মৌলভীবাজার পৌরসভা,কাজী লুৎফুল বারী, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ভারপ্রাপ্ত সিভিল সার্জন। অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন ডা. মোঃ আব্দুস ছামাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।