মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরে উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
সোমবার ৩০ মে দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী। গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম সাহেদের সঞ্চালনায়,উম্মুক্ত বাজেট আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমান বাঁধন। ইউ-পি সচিব খুশি কান্ত দাস ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। উপস্হাপনায় তিনি বলেন, ২০২২-২০২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের মোট আয় ১ কোটি ২০ লক্ষ ৮৯ হাজার ৮শত টাকা।আর ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১০ লক্ষ ৬৮ হাজার ২৮ টাকা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি হাজী আব্দুর রব চৌধুরী ,প্যানেল চেয়ারম্যান হাজী ইলিয়াছ মিয়া,সাবেক মেম্বার হাজী বুরহান উদ্দিন,আওয়ামীলীগ নেতা খালিছুর রহমান,সিনিয়র সাংবাদিক মোঃ তাজুদুর রহমান,ইউ পি সদস্য রাজন মিয়া,সেলিম মিয়া,শহিদ মিয়া,মোঃ রব্বানী, আবু সুফিয়ান,মিলন মিয়া,জুনাইদ আহমেদ,আব্দুল্লাহ আল আমিন,মহিলা সদস্য রীনা বেগম,আলিমা বেগম,শাহেদা বেগম, সমাজসেবক আব্দুল মুমিন,ক্রীড়া সংগঠক শাহ গোলজার আহমেদ,নিয়ামুল ইসলাম প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা এই উম্মুক্ত বাজেট আলোচনা সভায় উপস্থিত ছিলেন।