কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী মো. আলম উরুফে লালকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটাকিয়ন ১৬ এপিবিএন। সে ক্যাম্পের ব্লক- এইচ, ৬৭৭/১ নং শেডের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
শনিবার (২৮ মে) রাত পৌনে ২টার দিকে টেকনাফ নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।
তিনি জানান, ২৮ মে শনিবার ভোররাত পৌনে ২টার দিকে এপিবিএন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী মো. আলম প্রকাশ লাল (২৫) কে আটক করে। এ সময় তার হেফাজত হতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এলজি ও দু’রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আইনী প্রক্রিয়া শেষে উদ্ধারজৃত অস্ত্রসহ ধ্ররুত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।