দীর্ঘ ২৯ বছরের সুনামের সাথে চাকরি করে অবসরে গেলেন আলমডাঙ্গা সরকারি কলেজের জীববিজ্ঞান বিভাগের ডেমোনেস্ট্রেটর মোঃজামাল হোসেন।কলেজ ক্যাম্পাসের সাধারণ শিক্ষক মিলনায়তনে বেলা ১২:৩০ মিনিটে অনাড়ম্বর পূর্ণ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে, বিদায়ী জামাল হোসেনকে, সকল সাধারণ শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও কিছু উপহার সামগ্রী দিয়ে ভালোবাসায় সিক্ত করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মামুন রেজা, ডঃ মাহবুব আলম, সিনিয়র লাইব্রেরিয়ান খলিল উদ্দিন ও তাপস রশীদ।মোঃ জামাল হোসেন ৫/৯/১৯৯৩ সালে চাকুরিতে যোগদান করে প্রায় ২৯ বছর জীববিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের সেবা প্রদান করেছেন । দীর্ঘ কর্মজীবনে শেষে বিদায়ের প্রাক্কালে তিনি আবেগাপ্লুত হয়ে যান এবং উপস্থিত শিক্ষক-কর্মচারীদের মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্য অবতারণা হয়। আবেগাপ্লুত হয়ে ডেমোনেস্ট্রেটর জামাল হোসেন বলেন এর আগে কলেজের অনেক বাঘা বাঘা শিক্ষক এবং প্রিন্সিপাল বিদায় নিয়েছে খুব দুঃখজনক ভাবে,যাদের ভাগ্যে এই সম্মাননা টুকু জোটেনি । তাই আমি আশা করিনি এতো সম্মানের সাথে বিদায় নিতে পারব, মমতার বাঁধনে ভালোবাসায় সিক্ত হয়ে, সম্মান ও মর্যাদার যে বিদায় রথে চড়ে শিক্ষকতা পেশার ইতি টানতে পারছি এজন্য আমি উপস্থিতি শিক্ষক-কর্মচারীদের এবং ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও কলেজ পরিচালনা পর্ষদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এটাই আলমডাঙ্গা সরকারি কলেজের ইতিহাসে প্রথম এবং একটি অবিস্মরণীয় ঘটনা । এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে শিক্ষক-কর্মচারীদের সেবা
দেওয়ার মানসিকতা আরো বেড়ে তিনি আশা প্রকাশ করেন। সংবর্ধনা শেষে, ইংরেজি বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম জয়ের নেতৃত্বে, শিক্ষকদের ( ২০টি মোটরবাইক ) মোটর শোভাযাত্রার মাধ্যমে এই সহকর্মীকে নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়।