মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মো. রিহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার(২৯মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের সেনপাড়ায় এ ঘটনা ঘটে।
ষোলঘর ইউনিয়নের সেনপাড়া গ্রামের গ্রীস প্রবাসী মো:রনির এর পুত্র রিহান। স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রিহানকে বেলা সাড়ে ১১টা থেকে অনেক খোঁজাখুজি করা হচ্ছে কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে বাড়ির পাশের পুকুরের পানিতে তাকে দেখতে পাওয়া যায়।তাৎক্ষণিক ওই পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মাহিয়া জানান, এখানে আনার আগেই শিশু রিহানের মৃত্যু হয়েছে।
এ জাতীয় আরো খবর ....