দিনাজপুরের নবাবগঞ্জে নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।”মা ও শিশুর জীবন বাঁচাতে স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ও বে-সরকারী সংস্থা ল্যাম্বের এ্যডলোসেন্ট এন্ড কমিউিনিটি ট্রান্সফরমেশন(এসিটি) প্রজেক্ট, সিএইচডিপি এর সহযোগিতায় দিবসটি উদ্যান করা হয়। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. নাসরিন নাহার মিতুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম। বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা.রবিউল ইসলাম, ল্যাম্বের রিসোর্স ডেভেলপমেন্ট এন্ড কমিউনিকেশন ডিরেক্টর এলসি হাঁসদা ম্যানেজার উৎপল মিন্জ ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমূখ।
সভায় বীর মুক্তিযোদ্ধা জন প্রতিনিধি চিকিৎসক শিক্ষক নার্স কাজী ব্যবসায়ী
স্বাস্থ্য কর্মী সক্ষম দম্পতি শিক্ষার্থীরা ও সাংবাদিক অংশ গ্রহন করেন । সভায়
বিষয়ের উপর সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়। এর পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালী বের করা হয়।