র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র্যাব জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৭ মে ২০২২ তারিখ র্যাব-৬, খুলনার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার শার্শা থানাধীন আমলাই এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ রাত ৮টা ৩০ মিনিটের সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মাসুদ রানা (২৩) পিতা-আজগার আলী, মাতা-তাসলিমা খাতুন, সাং-সেতাই, থানা-শার্শা, জেলা-যশোর, ২। মোঃ রিপন হোসেন মন্ডল(৩২) পিতা-মোঃ ইব্রাহিম মন্ডল, মাতা-হালিমা বেগম, সাং-যাদবপুর, থানা-শার্শা, জেলা-যশোরদ্বয়,কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদের দখল হতে ১ (এক) টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার পূর্বক জব্দ করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।