রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর নির্দেশে রাজশাহীকে অপরাধমুক্ত, ছিনতাইমুক্ত ও মাদকমুক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহা: গোয়েন্দা পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার মোঃআরেফীন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে,নেতৃত্বে অতি; উপ পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নি:)/ মোঃ আশিক ইকবাল এবং সঙ্গিয় এসআই মহা: আ: রহমান ও সঙ্গীয় ফোর্সসহ ইং ২৮/০৫/২০২২ তারিখ রাত্রি অনু; ০৩.২৫ ঘটিকার সময় বিশেষ অভিযানে ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে বেলপুকুর থানা ধীন বেলপুকুর বাইপাস মোড়স্থ আল্লাহ র দান চাঁপাই হোটেলের সামনে পাকা রাস্তার উপর অবস্থান গ্রহণ করে। সোর্সের দেয়া বর্ণনা অনুযায়ী ভোর ০৫.১০ ঘটিকায় উক্ত স্থানে বানেশ্বর এর দিক হতে আসা একটি হলুদ ও নীল রঙের মিনি ট্রাক,যাহার রেজিঃ নং ড-১৪-২১৫৯ আসতে দেখে মামলার বাদী সিগন্যাল দিয়া থামায় এবং ট্রাকের ড্রাইভার ও হেলপার ১।মোঃ আল আমিন (৩০), পিতা মোঃ আইয়ুব আলী, মাতা মোসা:আলেয়া বিবি,সাং খড়তা মধ্যপাড়া,থানা মোহনপুর,জেলা রাজশাহী, ২। মোঃ মোজাম্মেল হক(৩৬), পিতা সোবহান, মাতা মিনার বেগম,সাং নওহাটা পিল্লাপারা ,থানা পবা, আর এমপি রাজশাহীদয়কে আটক করেন।সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ট্রাকের কেবিনের মধ্যে সেকেন্ড মিটারের পায়ের কাছে থাকা একটি সাদা রঙের প্লস্টিকের তৈরি বস্তার মধ্যে খাকী রঙের কসটেপ দ্বারা মোড়ানো ০২(দুই) কেজি ওজনের ০১ টি পোটলা o ০১(এক) কেজি ওজনের একটি পোটলা ,সর্বমোট (২+১) ০৩(তিন) কেজি ওজনের নেশা জাতীয় মাদকদ্রব্য শুকনা গাঁজা বাহির করে দেয়া মতে উদ্ধার করেন।ধৃত আসামীদয়কে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা উক্ত গাঁজা অবৈধ উপায়ে সংগ্রহ করিয়া কুমিল্লা হতে ঢেঁউটিন ভর্তি ট্রাকে বহন করে রাজশাহী শহরের বিভিন্ন স্থানে সরবরাহ করার উদ্দেশ্যে আসছিল। উদ্ধারকৃত গাঁজার আনু: মুল্য ১,২০,০০০/-(এক লক্ষ্ বিশ হাজার)টাকা।। এ সংক্রান্ত বেলপুকুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান উপ পুলিশ কমিশনার (ডিবি),মোঃ আরেফিন জুয়েল, গোয়েন্দা শাখা আরএমপি,রাজশাহী ।