মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার(২৬মে)সকাল ১০টার সময় ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
শ্রীনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা.মোঃ মোসারফ হোসেনের সভাপতিত্বে ও ইউপি সচিব মোকছেদুল করীম এর সঞ্চালনায় উন্মুক্ত বাজেট সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিন মাস্টার,শ্রীনগর বাজার কমিটির সদস্য সচিব জুয়েল লস্কর।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য স্বপন চৌধুরী, সোহাগ মোড়ল,মোঃ জাকির হোসেন,মোঃ সালাম, সংরক্ষিত মহিলা সদস্য সহ অনান্য ইউপি সদস্য, শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ
বাজেট ঘোষণা সভায় সভাপতির অনুমতিক্রমে ইউপি সচিব জানান, ২০২২-২৩ অর্থবছরে বাজেটে আয় ধরা হয়েছে ৯৪ লাখ ৯১ হাজার ৩০০ টাকা এবং ব্যায় ধরা হয়েছে ৮৯লাখ ৬৬ হাজার ৩০০ টাকা,উদ্ধৃতি ৫লক্ষ ২৫হাজার টাকা।বাজেটে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হয়েছে।
এ জাতীয় আরো খবর ....