দিনাজপুরের নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে মানিক মিয়া(২৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে
শুক্রবার ২৭ মে সকালে উপজেলার বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামে। মানিক মিয়া ওই গ্রামের আজিজার রহমানের ছেলে। নবাবগঞ্জ থানার এস আই মীর ফেরদৌস আলী জানান মানিক মিয়া গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে নিজ শয়ন কক্ষে ঘরের তীরের সাথে ওড়না লাগিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে সাথে সাথে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।সেখানে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিষয়টি
থানাকে অবহিত করা হলে তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।#
সৈয়দ হারুনুর রশীদ,
নবাবগঞ্জ,দিনাজপুর,
তারিখঃ ২৭-০৫-২২ খ্রীঃ
মোবা-০১৭১৪৬৯১৫০৮।