হবিগঞ্জের চুনারুঘাটের গাজিপুরে বজ্রপাতে ২টি গরুসহ এক নারী নিহত হয়েছে।নিহত নারী দুধপাতিল গ্রামের ছেরাগ আলীর স্ত্রী ফুলবানু (৫০)।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় নিজের গৃহপালিত ২টি গরু ছড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয় ফুলবানু।খবর পেয়ে তার স্বজনরা চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষনা করেন।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক ও চুনারুঘাটের থানার ওসি মোঃ আলী আশরাফ বলেন,ঘটনাটি শুনেছি খুবই দুঃখজনক।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে সহায়তা করা হবে।