বৃহস্পতিবার ২৬ মে এসআই মোঃ ফরহাদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ জুড়ী থানার মামলা নং ৯ এর এর আসামী দিলিপ নায়েক-কে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের অন্তর্গত শিলুয়া চা বাগানের ১নং গেইটের সামনে থেকে গ্রেফতার করেন। আসামী দিলিপ নায়েক শিলুয়া চা বাগান এলাকার সূচিত্র নায়েকের ছেলে।
অপর অভিযানে এসআই অনিক রঞ্জন দাস সঙ্গীয় ফোর্সসহ জুড়ী থানার মামলা নং- ১০ এর সিদ্দিকুর রহমান সুমন, পিতা মৃত আব্দুল গনি, সাং পাতিলা সাঙ্গন এবং লোকমান হোসেন, পিতা মৃত আব্দুস শহীদ সাং দ্বহপাড়া, থানা জুড়ী, জেলা মৌলভীবাজারদ্বয়কে জুড়ী উপজেলার পোস্ট অফিস রোড থেকে গ্রেফতার করতে সক্ষম হন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।