মৌলভীবাজারের রাজনগরে ২৪ মে মঙ্গলবার বিকালে শিরণী খেয়ে সাঁতার কেটে নদী পার হতে গিয়ে ফজল মিয়া (৭৫) নামে এক রোগাক্রান্ত বৃদ্ধের মৃত্যু হয়েছে।তিনি উপজেলার ফতেপুর ইউনিয়নের গবিন্দপুর গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত ফজল মিয়ার ৪ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক হলেও দীর্ঘদিন যাবৎ তার সন্তানেরা তাকে একা রেখে মাকে নিয়ে অন্যত্র ভাড়া বাসায় বসবাস করছিলেন। নানা রোগে আক্রান্ত ফজল মিয়া চিকিৎসা ও খাওয়া-দাওয়ার অভাবে অপুষ্টিতে ভুগছিলেন।
এলাকাবাসীর ধারণা মঙ্গলবার বিকালে একই গ্রামে নদীর ওপর পারে বসবাসরত মৃত আমছু মিয়ার শিরণী খেয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে মুনিয়া নদী সাঁতার কেটে পার হতে গেলে নদীতেই তার মৃত্যু ঘটে। ২৫ মে বুধবার সকালে নদীর ফতেপুর অংশে এলাকাবাসী একটি লাশ নদীতে ভেসে আসছে দেখে ফজল মিয়ার লাশ বলে সনাক্ত করেন। খবর পেয়ে গ্রামের লোকজন নদী থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ফজল মিয়ার লাশ দেখতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রাক্তন ইউপি সদস্য জানান, মৃত ফজল মিয়ার মুখে ও নাকে বিভিন্ন জখম রয়েছে।তবে এসব জখম কিভাবে হয়েছে তা কারো জানা নেই।এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজনগর থানা পুলিশ সরেজমিন মৃত ফজল মিয়ার বাড়িতে অবস্থান করছে বলে জানা গেছে।
এ জাতীয় আরো খবর ....