মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মৃত্তিঙ্গা চা বাগানের পাথর টিলা এলাকার দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়। নিহত দুই শিশু চা শ্রমিকের সন্তান।
মঙ্গলবার (২৪ মে) রাতে তাদের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল কালাছড়ার পানিতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়। পরে অনেক খুঁজাখুঁজির পর ধলাই নদী সংলগ্ন সুইস গেইট এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে মৃত্তিঙ্গা চা বাগান হাসপাতালে নিয়ে যান। এসময় হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাধন বিকাশ চাকমা তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- পাথর টিলা এলাকার শিবচরণ উড়াং এর মেয়ে নিরালা উড়াং (১১) ও বাবুল উড়াং এর মেয়ে রিসিতা উড়াং (১০)। দুইজনই মৃত্তিঙ্গা চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, মৃত্তিঙ্গা চা বাগান হাসপাতাল থেকে দুই শিশুর লাশ পরিবারের কাছে রাত ১১টায় হস্তান্তর করা হয়।
এ জাতীয় আরো খবর ....