সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় সাব্বির মিয়া(১৪) নামের এক কিশোর গত ১ মাস যাবত নিখোঁজ রয়েছে বলে অভিযোগ উঠেছে। সে তাহিরপুর উপজেলা উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের সুরুজ আলীর ছেলে। নিখোঁজ হাওয়া কিশোর সাব্বিরের সন্ধান চেয়ে তার মা আলেয়া বেগম গত ৫ মে তাহিরপুর থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়রী করেন, ডায়রি নং ২০২, তারিখ-০৫/০৫/২৩ ইং।
থানায় ডায়রি সূত্রে জানাযায়, কামড়াবন্দ গ্রামের দিনমজুর সুরুজ আলী ও আলেয়া দম্পতির ৩ ছেলের মধ্যে সাব্বির সবার বড়। তাই পরিবারের দারিদ্রতা থাকায় মা ও বাবার সাথে পরিবারের আর্থিক সাপোর্টের জন্য সাব্বির স্থানীয় বাদাঘাট বাজারে একটি চায়ের দোকানে কাজ করতো। কিন্তু গত ২৫/০৪/২০২২ ইং তারিখ সকল সাড়ে ১০ টার দিকে কাউকে কোন কিছু না বলিয়া সাব্বির তাদের কামড়াবন্দ গ্রামের ভাড়া বাসা হইতে বাহির হইয়া যায়। পরবর্তীতে ওই দিন রাতেও যখন সাব্বির বাড়িতে না ফেরায় তার মা-বাবা ও তার পরিবারের লোকজন সাব্বিরের সন্ধানে তাদের আত্নীয় স্বজন সহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও সাব্বিরের কোন সন্ধান মেলেনি। এ অবস্থায় তার পরিবার ও আত্নীয় স্বজন মিলে কিশোর সাব্বিরের নিখোঁজ হওয়ার পর থেকে প্রায় ১০ দিন যাবৎ অনেক খোঁজাখুঁজির পরও কোন সন্ধান না পেয়ে সাব্বিরের মা আলেয়া বেগম তাহিরপুর থানায় ছেলে সাব্বিরনিখোঁজের একটি ডায়রি করেন। তার গায়ের রং শ্যামলা, মুখের গঠন লম্বা ও উচ্চতা আনুমানিক ৪ ফুট ৩ ইঞ্জি। যদি কোন স্ব-হ্নদয়ভান ব্যক্তি তার সন্ধান পান তাহলে -০১৭৭৯১৩৯৮০৯ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ কারা হলো। অনুরোধ ক্রমে তার মা আলেয়া বেগম।