সোমবার(২৩ মে) বিকেল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ষোলঘর একে এসকে উচ্চ বিদ্যালয় মাঠে কোলা ইউনিয়ন একাদশ অনুর্ধ-১৭ (বালক) ও তন্তর ইউনিয়ন একাদশ অনুর্ধ-১৭ (বালক) মধ্যে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ মাহী বদরুদ্দোজা চৌধুরীর এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃহাজী তোফাজ্জল হোসেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন,ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি)ব্যারিস্টার সজীব আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের উপদেষ্ঠা ও ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম,মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত,তন্তর ইউপি চেয়ারম্যান আলী আকবর,শ্যামসিদ্ধি ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান আলহাজ্ব নাজির হোসেন, তন্তর ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি আজিজুল হক দুলালসহ রাব-১০ ও শ্রীনগর থানা পুলিশের সদস্য।
উক্ত খেলায় তন্তর ইউনিয়ন একাদশ ১-০গোলে কোলা পাড়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।