দিনাজপুরের নবাবগঞ্জে চলতি রবি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ভূট্টা চাষাবাদ হয়েছে বলে উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে। সূত্র জানায় চলতি রবি মৌসুমে উপজেলা এলাকায় ভূট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার ৩১৫ হেক্টর জমি। সেখানে ভূট্টা চাষাবাদ হয়েছে ৫ হাজার ৩৭০ হেক্টর জমিতে। চাষাবাদকৃত ভূট্টার মধ্যে ডন-১১১ হিরামন পালোয়ান
প্যাসিফিক কাবেরী বাদশা কনক বর্ষা সহ নানা জাতের ভূট্টা চাষ হয়েছে। উপজেলার কুশদহ ইউনিয়নের পলি মির্জাপুর গ্রামের ভূট্টাচাষী নওয়াজেশ আলী জানান তিনি এবারে ৫ একর জমিতে ভূট্টা চাষ করেছেন। ভূট্টার ফলন ও দাম দুটোই ভাল। এবারে বিঘাপ্রতি ভূট্টার ফলন হচ্ছে ২০ থেকে ২৫ মণ করে। বাজারে প্রতিমণ ভূট্টার বিক্রি দাম হচ্ছে ১ হাজার থেকে ১২’শ টাকা পর্যন্ত।তার মতে বোরো চাষের চেয়ে ভূট্টা চাষেই লাভ বেশি। প্রতিবিঘা ভূট্টা চাষে খরচ হয় প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা। অনুরুপ মত পোষন করেন বাঘাডুবি ভবানীপুর গ্রামের ভূট্টা চাষী মো. নুরুল ইসলামও। উল্লেখ্য উপজেলার পুটিমারা ও শালখুরিয়া ইউনিয়ন ছাড়া ৭টি ইউনিয়নেই ভূট্টা চাষাবাদ হয়েছে।
এ জাতীয় আরো খবর ....