দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম মতিহারা স্কুল গেট হতে সাংবাদিক সৈয়দ হারুনুর রশীদের বাড়ির পশ্চিম পাশ্ব হয়ে পুর্বপাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তাটি পাকা করনের অভাবে ৭/৮ হাজার মানুষের সীমাহীন জনদুর্ভোগ চলছে।
বর্তমানে,মতিহারা, পরানদিঘী,কয়রাপুর হাতিশাল গ্রামের বিভিন্ন যানবাহন- পরিবহন সহ ৭/৮ হাজার মানুষ ওই রাস্তা হয়ে প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন।বর্তমানে বর্ষা মৌসুমে রাস্তাটি পানি -কাদা জমিয়ে কৃষিজীবি মানুষের হাট-বাজার, মাঠ-ঘাট সহ বিভিন্ন স্থানে যাতায়াতে অবর্ননীয় কষ্ট ভোগ করতে হচ্ছে। এছাড়াও কৃষকদের ফসল ঘরে উঠাতে বিঘা প্রতি ২/৩ হাজার টাকা অতিরিক্ত বহন খরচের ঘানি টানটে হয়।গণমানুষের উল্লেখিত দুরাবস্থার অবসানের জন্য এলাকাবাসীর প্রাণের দাবী বর্ণিত রাস্তাটি
পাকা করন করা হোক।উল্লেখ্য এ বিষয়ে এলাকা
বাসীর পক্ষ হতে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট লিখিত আবেদন প্রদানও করা হয়েছে এবং বিভিন্ন সংবাদ পত্রে খবর প্রকাশ অব্যাহত রয়েছে।বিষয়টি মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার সর্বস্তরের জনতা।