র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
ইং ১৮ মে ২০২২ তারিখ রাতে রামপাল থানাধীন রামপাল তাপ বিদ্যুৎ কেদ্রের ভেল কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম হতে বেশকিছু কপার বৈদ্যুতিক ক্যাবল ও বৈদ্যুতিক ছকেট অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়।চোরাইকৃত তারের অনুমান বাজার মূল্য ২,২০,০০০/- টাকা। পরবর্তীতে কোম্পানির পক্ষ থেকে র্যাব-৬ বরাবর একটি অভিযোগ দেয়। উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল চোরচক্রকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ২১ মে ২০২২ তারিখ র্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার দাকোপ থানা এলাকায় উক্ত চোরাইকৃত তার আছে এবং চোরেরা সেখানে আত্নগোপন করে আছে। প্রাপ্ত তথ্যে ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ রাত ৩টা ৩০ মিনিটের সময় খুলনা জেলার দাকোপ থানাধীন আছাবুয়া গ্রামে অভিযান পরিচালনা করে তারচোর চক্রের সক্রিয় সদস্য আসামী ১। মোঃ আনারুল শেখ(৪৫), পিতা-মৃত আনসার আলী, সাং-চরঘোষপুর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট হতে চোরাইকৃত ১। ৮৯ কেজি বৈদ্যুতিক ক্যাবল ও ২। ৮৪ পিস ছকেট উদ্ধার পূর্বক জব্দ করে।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার দাকোপ থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে উক্ত থানায় র্যাবের সহযোগীতায় তাপ বিদ্যুৎ কেদ্রের ভেল কোম্পানির সাইট ইনচার্জ বাদী হয়ে একটি চুরি মামলা দায়ের করেন।