লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার চন্দ্রপুর ইউনিয়নের অর্ন্তগত চন্দ্রপুর স্কুল এ্যান্ড কলেজ মাঠে মাদক ও চোরাচালান বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবিদা সুলতানা বিপিএম, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আতিকুল হক, কালিগন্জ থানার ওসি এটিএম গোলাম রসুল, পুলিশিং কমিউনিটির সভাপতি জনাব মিজানুর রহমান, চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, কলেজ শিক্ষক ছাত্র ছাত্রী সহ অনেক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন, উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন সবাই সচেতন হলে মাদক ও চোরাচালান নির্মূল করা সম্ভব, লালমনিরহাট জেলা সীমান্ত ঘেঁষে হওয়ায় মাদক ও চোরাচালান করিরা সহজ রুট হিসেবে ব্যবহার করে এই অঞ্চল কে। তাই প্রশাসনের সাথে সাধারণ মানুষ ঐক্য হলে এই জেলা থেকে মাদক ও চোরাচালান নির্মুল সম্ভব বলে মনে করেন সভায় উপস্থিত বক্তাগন।