লমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজার এবং দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারে অভিযান চালিয়ে পুরনো দরের প্রায় এক হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম উদ দৌলার নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়। অভিযানে উপজেলার কাকিনা বাজারের সজীব ট্রেডার্স এর গুদাম থেকে ৫০০ লিটার এবং দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারের হানিফ স্টোরের গুদাম থেকে ৪৮৬ লিটার পুরনো দরের সয়াবিন তেল জব্দ করা হয় এবং সয়াবিন মজুদ রাখার অপরাধে সজীব ট্রের্ডাস এর মালিক জাহাঙ্গীর হোসেনের ৮ হাজার এবং খুচরা বিক্রেতা হানিফ স্টোরের মালিক আবু হানিফের ৫ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পরে জব্দকৃত সয়াবিন তেল সজীব ট্রের্ডাসের মালিক কে তাৎক্ষণিক পূর্বের দরে বিক্রি করার নির্দেশ প্রদান করেন। অপরদিকে কালভৈরব বাজারের খুচরা বিক্রেতা হানিফ স্টোরের জব্দ কৃত সয়াবিন বাজার কমিটির সভাপতি ও জামাল ভ্যারাইটিস স্টোরের স্বত্বাধিকারী জামাল হোসেনের মাধ্যমে পূর্বের দরে জনসাধারণের মাঝে বিক্রি করে দেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম উদ দৌলা জানান, পূর্বের দরের সয়াবিন তেল যদি কোনো দোকানে কিংবা ডিলারের কাছে মজুদ থাকার বিষয়ে অভিযোগ পেলে তাৎক্ষণিক সেই সকল ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।