মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক গোবিন্দ্র সূত্রধর( ৩৫) নামের এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ মে সন্ধ্যা ৭ ঘটিকায় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম ও এএসআই মোশাহিদ কামাল, এএসআই ইসমাইল আহমদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শেরপুর এলাকা থেকে ৫শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত মাদক কারবারির গোবিন্দ নমশূদ্র (৩৫)। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পাহাড়পুর গ্রামের বিষু নমশ্রদের ছেলে।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর ....