দুর্যোগে দুঃসময়ে দুর্বার গতিতে ছুটে চলা নার্সিং কর্মকর্তাদের যোগদানের ২বছর পুর্তি উপলক্ষে কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
উপসেবা তত্ত্বাধায়ক (ভারপ্রাপ্ত) রোজিনা আখতারের সভাপতিত্বে ও নার্সিং কর্মকর্তা রেহেনা-লাকি আক্তারের সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে কোরআন তেলাওয়াত করেন সাদেকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএমএর সাধারন সম্পাদক ডা: এম. এ. ওয়াহাব বাদল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক ডা: মো: মুজিবুর রহমান, সহকারী পরিচালক ডা: নাসিরুজ্জামান, সৈয়দা নাফিসা ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব হালদার।
এছাড়াও উপস্থিত ছিলেন ২০২০ সালে যোগদানকৃত সকল নার্সিং কর্মকর্তাগণ।