দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অনলাইন ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা ভূমি অফিনের বাস্তবায়নে এ ক্যাম্পেইনে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন্দ্র নাথ গবিন বর্মন, উপজেলা প্রকৌশলী মো. জিবরীল আহম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সানাউল্লাহ, ১নং শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, ২নং পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক, ৪নং পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম তৌহিদ, ৫নং সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ৮নং ভোগনগর ইউনিয়নের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, ১০নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহিনুর রহমান শাহীন চৌধুরী সহ বিভিন্ন ইউনিয়নের ভূমি-উপ সহকারী কর্মকর্তাাগণ উপস্থিত ছিলেন। এরপরে জনশুমারি ও গৃহগণনা উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা কমিটির সভা, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে ইউনিয়ন উন্নয়ন সহয়তা তহবিলের বøক গ্রান্ড কো-অর্ডিনেশন কমিটির সভা এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা এর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।