দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২টি মুদি দোকান ও ১টি করাত কল থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়াও আদালত ১০ম শ্রেণেিতে পড়া ১ স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন। বুধবার ১৮ মে বিকালে নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
নবাবগঞ্জ উপজেলা সদরে শাহীন ও ধনঞ্জয় নামের ২ জনের দুটি মুদি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫ হাজার করে ১০ হাজার টাকা ও আমবাড়ী নামক স্থানে জনৈক শামসুল হকের ১টি করাত কলে করাতকল লাইসেন্স বিধিমালা ২০১২ এর ১২ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও উপজেলার আমবাড়ী গ্রামে শাল্টি মুরাদপুর স্কুলের ১০ শ্রেণরি ছাত্রী লামইয়ার বাল্য বিয়ে বন্ধ করে দেন। এসময় তাঁর সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার ও বন বিভাগের নবাবগঞ্জ বিট কর্মকর্তা খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন। নবাবগঞ্জ থানা পুলিশ আদালতকে সহযোগিতা করেন।
এ জাতীয় আরো খবর ....