মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ৫নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন দুই বার নির্বাচিত সদরের ১নং ওয়ার্ডের মেম্বার ডাঃ মোঃ মোসারফ হোসেন।
শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম দেশের বাহিরে ছুটিতে যাওয়ার আগে আনুষ্ঠানিক ভাবে সর্বসম্মতিক্রমে ১৫ই মে এক মাসের জন্য মেম্বার ডাঃ মোসারফ হোসেনকে প্যানেল চেয়ারম্যান করে পরিষদের দায়িত্ব অর্পণ করেন।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ১নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান ডাঃ মোঃ মোসারফ হোসেন বলেন, আমি আমার প্রিয় ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের ভোটে আমি ২য় বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিষদের সকল সদস্যবৃন্দের প্রতি, যাদের অকুণ্ঠ সমর্থন ছিল বলেই আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছি। আমি আমার আমার উপর অর্পিত এ গুরুদায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি সেই সাথে চেয়ারম্যান তাজুল ইসলামের দীর্ঘ নেক হায়াত ও সু-স্বাস্থ্য কামনা করছি।তিনি যেন ছুটি শেষে আমাদের মাঝে এসে শ্রীনগর ইউনিয়ন বাসীর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারেন।