রাজশাহী জেলার চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়নের হলিদাগাছী জায়গীর পাড়া সংলগ্ন বিলে প্রায় ২০ বিঘা আয়তনের তিন ফসলী জমি নষ্ট করে পুকুর খনন শুরু করছেন হলিদাগাছী সরকারপাড়া এলাকার বাসিন্দা মোঃ শাহাবুদ্দিন সরকার ইনিই জমির প্রকৃত মালিক ওনার ভাষ্য অনুযায়ী জাফর হক (কচি) নামে এক ব্যক্তি কে পুকুর লিজ হিসবে কাটতে দিয়েছি বলে জানান জমির মালিক সাহাব্বুদিন।
এতে কৃষকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তার উপরে বিনা অনুমতিতে ক্ষেতের ফসল নষ্ট করে ভেকু গাড়ি নিয়ে গেছে প্রায় ১\২ কিলোমিটার।
ফসলের ক্ষেত হিসেবে ছিল ভুট্টাক্ষেত ও আখের ক্ষেত পাট ক্ষেত আর প্রায় চারটি মেহগনি গাছ ও কেটেছে।
বলতে গেলে কৃষকদেরকে নাহিদ ও শান্ত নামে দুই নেতা হুমকি ধামকী দিচ্ছে এবং পুকুরের মাটি পরিবহন করে বিক্রি করার জন্য রাস্তা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করেন এলাকা বাসী।
তাদের নাম্বার সংযুক্ত
জমির মালিক শাহাবুদ্দিন -E1 RAJSHAHI SHAHABUDDIN CHARGHAT: 01712-037561
লিজ গ্রহণকারী আবু জাফর কচি Jafor 01610-001935