মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক( অনূর্ধ্ব ১৭) এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার ১৮ মে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন , সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
আয়োজিত উদ্বোধনী টুর্নামেন্টে সদর উপজেলার ৮ টি ইউনিয়নের ফুটবল দল অংশগ্রহণ করে। দলগুলো যথাক্রমে, মনুমুখ ইউনিয়ন ফুটবল দল বনাম চাঁদনীঘাট ইউনিয়ন ফুটবল দল, কনকপুর ইউনিয়ন ফুটবল দল বনাম নাজিরাবাদ ইউনিয়ন ফুটবল দল, খলিলপুর ইউনিয়ন ফুটবল দল বনাম আমতৈল ইউনিয়ন ফুটবল দল, একাটুনা ইউনিয়ন ফুটবল দল বনাম আপার কাগাবালা ইউনিয়ন ফুটবল দল।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে চারটি ম্যাচ পরিচালনা করা হয়। এতে অংশগ্রহণ করা প্রত্যেক ফুটবল দলের সাথে ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্হিত থেকে খেলা উপভোগ করেন। টুর্নামেন্টে অসংখ্য দর্শকদেরও সমাগম ঘটে।
এ জাতীয় আরো খবর ....