দিনাজপুেরর নবাবগঞ্জে রেখা রানী কর্মকার(৪২) নােম এক গৃহবধূ গলায় ফাঁস দিয় দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৮ মে দিনগত রাত ১১টার দিকে উপেজলার ভাদুিরয়া ইউিনয়েনর শিমর কর্মকারপাড়া গ্রামে। রেখা রানী ওই গ্রামের বিমল কর্মকারের স্ত্রী। নবাবগঞ্জ থানার এস আই আেনাযার হােসন জানান রেখা রানী মঙ্গলবার দিনগত রাত নিজ ঘরের তীরের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
করে। সংবাদ পেয়ে রাতেই তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপাের থানায় একটি অস্বাভািবক মৃত্যু মামলা হেয়েছ।
বুধবার ১৮ মে তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। আত্মহত্যার কারন জানা যায়িন। #
সৈয়দ হারুনুর রশীদ,
নবাবগঞ্জ দিনাজপুর,
মোবা: ০১৭১৪৬৯১৫০৮।