কুলাউড়া থানার এসআই নাজমুল হাসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া পৌরসভার পরীনগর গ্রাম থেকে দেলোয়ার হেসেন বাবলু (৩৮)কে ১শ ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হন।
অপর আরেকটি অভিযানে এসআই মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানার শরীফপুর ইউনিয়নের ইটারঘাটগামী বেড়িবাঁধ থেকে মোঃ আলাউদ্দিন (২৯) নামের এক মাদক কারবারিকে ১শ ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
মাদক কারবারি দেলোয়ার হোসেন বাবলু কুলাউড়া থানার পরীনগর গ্রামের সামছুল হকের ছেলে এবং মোঃ আলাউদ্দিন কুলাউড়া থানার কালারায়েরচর গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন, ডিআইজি সিলেট রেঞ্জের ঘোষিত বিশেষ অভিযানে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে কুলাউড়া থানা পুলিশের দুটি পৃথক অভিযানে সর্বমোট ৩শ ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।