দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, বিভিন্ন ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
এ জাতীয় আরো খবর ....