মুন্সীগঞ্জের শ্রীনগরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে একটি সিসা কারখানা ভেঙে গুঁড়িয়ে উচ্ছেদ করা সহ ও আরেকটি সিসা কারখানার মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭মে) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ আটপাড়া ইউনিয়নের কল্লিগাও এলাকায় অভিযান পরিচালনা করে একটি সিসা কারখানার মালিককে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন ও ষোলঘর ইউনিয়নের উমপাড়া এলাকায় অবস্থিত আর একটি সিসা কারখানা ভেঙে গুঁড়িয়ে উচ্ছেদ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীনগর সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ, পরিবেশ অধিদপ্তর মুন্সীগঞ্জ সিনিয়র কর্মকর্তা,শ্রীনগর থানার এস,আই জাকির হোসেন ও আনসার সদস্যগণ।