১৫/০৫/২০২২ খ্রিঃ রাত্রী ২ টা ১৫ মিনিটের সময় বিরামপুর পৌরসভাধীন ৮ নং ওয়ার্ডের বেগমপুর এলাকায় বিরামপুর টু হাকিমপুর সড়কের ঘোড়াঘাট রেলঘুন্টিস্থ জোসনা ভাতের হোটেলের ভেতরে ও হোটেলের পাশে বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ভাতের হোটেলের আড়ালে মাদক ব্যবসায় জড়িত মা মেয়ে আসামি ১. মোছাঃ বিউটি খাতুন (২১), ২. মোছাঃ ছুইটি খাতুন (১৯), উভয় পিতা-মোঃ আবু বক্কর সিদ্দিক, মাতা-মোছাঃ জোসানা বেগম, ৩.মোছাঃ জোসনা বেগম(৫০), স্বামী-মোঃ আবু বক্কর সিদ্দিক, সর্ব সাং-বেগমপুর, থানা- বিরামপুর, জেলা -দিনাজপুরদেরকে ১১০ গ্রাম শুকনা গাঁজা, ৩০০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছ ও গাঁজা বিক্রির নগদ ৩১৭০/- টাকাসহ নাতে নাতে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-১০, তারিখ ১৫/০৫/২০২২ খ্রিঃ, ধারাঃ ৩৬(১) সারণির ১৯(ক)/১৮(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। উদ্ধারকারী অফিসার এসআই/হরিদাস বর্মন ও সঙ্গীয় অফিসার ফোর্স। অভিযান চলমান আছে। সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন।