মুন্সীগঞ্জের শ্রীনগরে আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি ও দাতা সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৭মে) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফীর পরিচালনায় বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
দাতা সদস্য ভোটার সংখ্যা ৪৪ এর মধ্যে মোঃ সোলাইমান শেখ ২৬ ভোট পেয়ে দাতা সদস্য নির্বাচিত হন এবং অভিভাবক সদস্য ভোটার সংখ্যা মোট ৪৪১ এর মধ্যে জামাল হোসেন ২৩৩ ভোট পেয়ে প্রথম, নুরে আলম মাদবর ২০৩ ভোট পেয়ে দ্বিতীয়, তপন হাওলাদার ১৯৪ ভোট পেয়ে তৃতীয় এবং মোঃ মিরাজ ১৭৪ ভোট পেয়ে চতুর্থ নির্বাচিত হন নির্বাচনের পূর্বেই মোঃ গোলাম মোস্তফা প্রতিষ্ঠাতা সদস্য ও মর্জিনা বেগম মুন্নি মহিলা সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।