গত১৪/০৫/২২ ইং তারিখ ঢাকা হইতে প্রকাশিত দৈনিক আমার সংবাদ পত্রিকায় “ঘোড়াঘাট চাটশাল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য”শিরোনামে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদ টি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত বিষয় উক্ত বিদ্যালয়ের পরাজিত ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি তানভীর কাদির সুহিন, বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম বর্তমান ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম বাবু ও প্রধান শিক্ষকের নিকট নিয়োগ বাবদ নগদ ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। তাদের দাবি কৃত চাঁদা না দেওয়ায় ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ-সভাপতি সহ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সকল সদস্যদের মান ক্ষুন্ন করার লক্ষ্যে এলাকার স্থানীয় অসাধু স্বার্থান্বেষী একটি মহল মিথ্যা সংবাদ সম্মেলন করে এবং ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসারের নিকট মোঃ কামরুল হাসান বাদী হয়ে মিথ্যা অভিযোগ দায়ের করেন, যা মোটেও সত্য নয়। এমনকি গ্রামের রাস্তার ড্রেনের পানি নিষ্কাশনে সংস্কারের নামে কৌশলে স্থানীয় বেশ কিছু গ্রামবাসীর নিকট স্বাক্ষর নিয়ে অভিযোগের কপির সংগে সংযুক্ত করে ওই মিথ্যা অভিযোগ দাখিল করে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম নীতি অনুযায়ী এবং প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সকল সদস্য গণের সম্মতিক্রমে জাতীয় এবং স্থানীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া চলছে।প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের বর্তমান ম্যানেজিং কমিটির সদস্যদের নামে মিথ্যা,ভীত্তিহীন ও বানোয়াট খবর প্রকাশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও নিন্দা জানাচ্ছি।
প্রতিবাদ কারী
মোঃ সোলায়মান আলী
প্রধান শিক্ষক
চাটশাল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়
ঘোড়াঘাট, দিনাজপুর।