নড়াইল লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের মতিনগর গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের উপর হামলায় ৩ জন আহত হয়েছে। মারাত্মক আহত অবস্থায় অসিম বিশ্বাস নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অনিল বিশ্বাস ও ঝর্না বিশ্বাস প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে রয়েছে। যানা গেছে অসিম বিশ্বাস তার পৈতৃক জমি ৯ শতকের উপর বসত বাড়ি ছিল। নতুন করে জমি ক্রয় করে অসিম অন্য স্থানে বাড়ি নির্মাণ করেছে। এই সুযোগে একই গ্রামের তার কাকাত ভাইয়েরা ওই জমি দখল করতে আসে। খবর পেয়ে অসিম জমি দখল বাধা দিলে তাদের উপর এ হামলা করা হয়। আহত অসিম বিশ্বাস বলেন, গত বৃহস্পতিবার বিকালে জোরপূর্বক আমার পৈত্রিক সম্পত্তির ৯ শতক জায়গা জোরপূর্বক জবর দখল করতে গেলে আমি বাঁধা প্রদান করি।তখন আমাকে আমার বাবা ও মাকে বিপুল বিশ্বাস, কৃষ্ণ বিশ্বাস, অনিমেষ বিশ্বাস, বিজয় বিশ্বাস, পায়েল, হাসি,উত্তরা সহ অনকে দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করে। আমার মাথায় ৮ টি সেলায় দিতে হয়েছে। আমি এই ঘটনার বিচার দাবি করি।
আহত ঝর্ণা বিশ্বাস বলেন, আমরা গরীব মানুষ। আমার স্বামীর সম্পত্তি জোর করে দখল নিতে চায় ওরা। বাধা দেওয়ায় আমাকে ও মারপিট করেছে। নলদী ইউপি চেয়ারম্যান আবু কালাম আজাদ পাখি বলেন, জমি জমা সংক্রান্ত বিরোধ জেরে মারামারি হয়েছে। অসিম চিকিৎসাধীন রয়েছে । সুস্থ হলে শালিস বৈঠক শেষে বিষয়টি মিমাংসা করা হবে৷