নড়াইল সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ হয়েছে। সোমবার ( ১৬ মে) বিকালে তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন বিক্ষোভ সমাবেশ হয়। ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে বক্তব্য দেন তুলারামপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমদাদুল ইসলাম, প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল প্রমুখ।বক্তারা
ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য মোঃ আলাউদ্দিন বিশ্বাস, ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য খান আতাউর রহমান সুজন, মোঃ সিহাবুর রহমান সিহাবের বিরুদ্ধে নানাবিধ অপকর্মের ফিরিস্তি তুলে ধরে বলেন। এই চক্র তুলারাম মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার জন্য এহেন অপপ্রচার করছে। প্রকৃতপক্ষে তাদের পছন্দের অযোগ্য লোকদের চাকরী না হওয়ায় এই নাটক পরিচালনা করছে।
আমরা ইউনিয়ন বাসী এহেন অপপ্রচার কারীদের দৃষ্টান্ত মুলোক শাস্তি দাবি করি।