রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর নির্দেশে রাজশাহীকে অপরাধমুক্ত, ছিনতাইমুক্ত ও মাদকমুক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহা: গোয়েন্দা পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার জনাব মোঃআরেফীন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে,নেতৃত্বে অতি; উপ পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নি:)/জনাব মোঃ আশিক ইকবাল এবং সঙ্গিয় এসআই সুমন কুমার সাহা ও সঙ্গীয় ফোর্সসহ ইং ১৪/০৫/২০২২ তারিখ বিকাল ১৭.৩০ ঘটিকার সময় বিশেষ অভিযানে ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানাধীন তেরখাদিয়া রোড কসাই খানা মোড়স্থ ২নং ক্যান্ট: মার্কেটের চাঁপাই ভারাইটি স্টোর দোকানের সামনে পাকা রাস্তার উপর ১।রনি(২৮), পিতা নুরুল ইসলাম, মাতা মৃত তাহারা বেগম সাং কাদিরগঞ্জ দরিখরবোনা, বোয়ালিয়া মডেল থানা,মহানগর রাজশাহীকে একটি সাদা রং এর জিপার পলিপাকে রক্ষিত ১০০(একশত) পিচ ওজন ১০ গ্রাম, কমলা রঙের নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে,উক্ত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মুল্য ৫০,০০০/-(পঞ্চাশ হাজার)টাকা। এ সংক্রান্ত বোয়ালিয়া মডেল থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান উপ পুলিশ কমিশনার (ডিবি),মোঃ আরেফিন জুয়েল, গোয়েন্দা শাখা আরএমপি,রাজশাহী ।