চট্টগ্রামের লোহাগাড়ায় কবির আহমদ নামের এক আসামীকে আটক করতে গিয়ে পুলিশের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় কনস্টেবল জনি খানের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। আসামী আটক করা সম্ভব হয়নি।
রোববার (১৫ মে) সকাল দশটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর লালারখিল এলাকায় এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।
তিনি ‘বার্তা বাজার’কে বলেন, গত ২৪ মার্চ লালারখিল গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছিল। আজ সকালে ওই মামলার এজাহারভুক্ত আসামি কবিরকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালায় লোহাগাড়া থানার পুলিশ। এসময় বাড়ির ভেতরে প্রবেশ করে কবিরকে আটকের সময় কনস্টেবল জনি খানের বাম হাতে ধারালো দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায় আসামী কবির। এতে জনির বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় শাহাদাত হোসেন নামে আরও এক কনস্টেবল আহত হন। ঘটনা স্থল থেকে জনিকে উদ্ধারকরে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।