রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার জনাব আবু কালাম সিদ্দিক এর নির্দেশে রাজশাহীকে অপরাধমুক্ত, ছিনতাইমুক্ত ও মাদকমুক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহা: গোয়েন্দা পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার জনাব মোঃআরেফীন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে,নেতৃত্বে অতি; উপ পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নি:)/ মোঃ আশিক ইকবাল এবং সঙ্গিয় এসআই মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ১২/০৫/২০২২ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করেন বোয়ালিয়া মডেল থানাধীন আলুপট্টি মোড়স্থ টিএমসি রেস্টুরেন্ট হতে আসামী ১।মোঃ রবিউল আওয়াল(২৭), পিতা মোঃ তোজাম্মেল হক, সাং সিয়ালামারি থানা শিবগঞ্জ,জেলা চাঁপাই নবাবগঞ্জকে আটক করেন ।ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, সে দীর্ঘদিন যাবত নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পরিচয় দিয়ে রাজশাহী মহানগরীসহ দেশের বিভিন্ন জেলার চাকুরী প্রত্যাশী সহজ সরল প্রার্থীদের বাংলাদেশ সেনাবাহিনীর মনোগ্রাম সম্বলিত ভুয়া নিয়োগ পত্র প্রদান করে মোটা অংকের টাকা প্রতারণার মাধ্যমে জাতীয় নিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় আসামী মোঃ রবিউল আওয়াল বাদী মোসা: রুবাইয়া এর নিকট হতে গত ১১/০৫/২২ ইং তারিখ বোয়ালিয়া মডেল থানাধীন বর্ণালীর মোড়ে চাকুরীর বিনিময়ে চুক্তিকৃত ৪,০০,০০০/- টাকার মধ্যে নগদ ৫০,০০০/ টাকা গ্রহণ করেন এবং বাদীকে এবং বাদীকে স্টোর কিপার পদে বাংলাদেশ সেনাবাহিনীর মনোগ্রাম সম্বলিত একটি ভুয়া নিয়োগপত্র প্রদান করেন।অবশিষ্ট ৩,৫০,০০০/- ১২/০৫/২২ দেওয়ার জন্য বাদীকে বলেন। বাদী নিয়োগ পত্র যাচাই বাছায় করে সন্দেহ হলে ডিবি অফিসে একটি লিখিত এজাহার দায়ের করেন। এ সংক্রান্ত বোয়ালিয়া মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান উপ পুলিশ কমিশনার (ডিবি),মোঃ আরেফিন জুয়েল, গোয়েন্দা শাখা আরএমপি,রাজশাহী ।