এই মাসের ১৫ তারিখ থেকে অনুষ্ঠিতব্য জসীম পল্লীমেলা নিয়ে উৎসাহ সর্বস্তরের জনগণের।
এছাড়াও মেলা উপলক্ষে ভালো ব্যবসা করার প্রত্যয় ব্যক্ত করেছেন এখানকার অংশগ্রহণকারী স্টল মালিকরা।
আজ সকালে সরেজমিন পরিদর্শনকালে দেখা যায় জসিম মেলার অনেকগুলো কাজ ইতিমধ্যে সম্পূর্ন হয়েছে বর্তমানে মেলা উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এছাড়া মেলা উপলক্ষে তৈরি করা হয়েছে জসিম মঞ্চ যেখানে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
মেলা উপলক্ষে ইতোমধ্যে ১৭১ টি দোকান বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ফরিদপুর জেলা প্রশাসন, ফরিদপুর পুলিশ প্রশাসন, ফরিদপুর প্রেসক্লাব, জসিম ফাউন্ডেশন এর জন্য স্টল বরাদ্দ দেয়া হয়েছে।
এদিকে মেলার সৌন্দর্য বৃদ্ধিতে সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিনই একাধিক সংগঠন তাদের অনুষ্ঠান করবে বলে জানা প্রস্তুতি নিচ্ছে
মেলার মূল আকর্ষণ হিসেবে থাকছে লটারি রেফেল ড্র, অন্যমেলার মত রেফেল ড্র তে ও পুরস্কারের ব্যবস্থা থাকছে।
এছাড়া পুতুল নাচ , এবং অন্যান্য প্রদর্শনীর মত বিনোদনের উপকরণ থাকছে এ বছরের মেলাতে।
বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মেলার অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারী এবং স্টল মালিকরা।
আবহাওয়া অনুকূলে থাকলে এবং সুষ্ঠু পরিবেশ থাকলে এবারে জসিম মেলা হবে যেকোনো বিগত দিনগুলো থেকে জমজমাট ও আকর্ষণীয়।