কক্সবাজার বাসটার্মিনালে ছিনতাইকালে টিটন দে নামক এক পেশাদার ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
সে কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের ঘোনাপাড়ার এলাকার শ্রীমন্ত দে’র ছেলে এবং কক্সবাজার সিটি কলেজের সাবেক দপ্তরী।
বৃহস্পতিবার (১২ মে) বিকেলে কক্সবাজার বাসটার্মিনাল থেকে ছিনতাইকালে তাকে আটক করেছে বলে জানিয়েছে কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম উদ্দিন জানান।
তিনি জানান, গতকাল বিকেলে কক্সবাজার বাসটার্মিনালে ছিনতাই করার সময় হাতে-নাতে ধরে টিটন দে নামক এক ছিনতাইকারীকে আটক করে পুলিশকে খবরদে স্থানীয়রা। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টীম সেখানে তাকে থানায় নিয়ে আসে। রিপোর্ট লিখা পর্যন্ত তার বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ পাইনি। তবে কেউ যদি অভিযোগ না করলেও সংশ্লিষ্ট অভিযোগে আইনী ব্যবস্থা শেষে আদালতে করা হবে।
কক্সবাজার সদর উপজেলাধীন ঝিলংজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরমান জানান, টিটন দে একজন পেশাদার ছিন্তাইকারী। কিছু দিন আগেও আটক ছিনতাইকারী উপজেলার হাজীপাড়ায় এড. মান্নানের বাসায় চুরি করতে গিয়ে ওই বাসার কাজের মেয়েকে ছোঁরার আঘাতে আহত করে পালিয়ে যায়।