দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাদের এর পদোন্নতি কারণে বিদায় সংবর্ধনা ও নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনাত রেহানাকে বরণ করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে পদোন্নতি কারণে বিদায় সংবর্ধনা ও নবাগত নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানাকে বরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মো. আব্দুল কাদের ও নবাগত ইউএনও জিনাত রেহানা, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন্দ্র নাথ গবিন বর্মন, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক হিমেল চন্দ্র রায়। এসময় ১ নং শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, ২নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক, ৪নং পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম তৌহিদ, ৫ নং সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ৬ নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস, ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্মা, ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, ৯নং সাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন রাজা, ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর রহমান শাহীন চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।