ঝিনাইদহ সদর উপজেলা সাধুহাটি ইউনিয়ন আসাননগর গ্রামের মৃত কালাচঁাদ মন্ডলের ছেলে অসহায় আমিরুল ইসলামের জন্য এবারের ঈদুল ফিতরের উপহার হিসাবে জমিদান করলেন ব্যবসায়ি আনোয়ার হোসাইন। ব্যবসায়ি আনোয়ার হোসাইন ঝিনাইদহ সদর উপজেলার আসাননগর গ্রামের মৃত.ইংরাজ মন্ডলের একমাত্র ছেলে। নয়ন ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সিমান্তের বদরগঞ্জ দশমাইল বাজারের ক্ষুদ্র গ্যাস ব্যাবসায়ি। জানা গেছে, আমিরুল ইসলাম তার স্ত্রীর চিকিৎসা খরচ জোগাতে নিজের বসতভিটা নিজের বোনের কাছে বিক্রি করে ঢাকাতে শ্রমিকের কাজ করে আসছিল। পরে আমিরুলের অসহায় অবস্থায় তার স্ত্রী দুটি সন্তান রেখে আমিরুলকে ছেড়ে চলে যায়। এখবর পেয়ে আমিরুল নিজের গ্রামে ফিরে এসে বোনের কাছে সেই বসতভিটা জমি দাবী করে। নয়নসহ গ্রামবাসিরা সালিশ করে সেই জমি ফেরত নিয়ে দিতে ব্যর্থ হয়। এঘটনায় আমিরুল ইসলাম মানষিক ভাবে ভেঙে পড়ে। আমিরুর ও তার পরিবারের অবস্থা দেখে নয়নের ভিতর খুবই অপরাধ বোধ কাজ করে। সেসময় নয়ন আমিরুল পরিবারের জন্য নিঃশর্তে ৩ শতক জমি বাড়ি নির্মাণের জন্য দান করে। এবার ঈদে আমিরুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রী, একমাত্র ছেলে পিয়াস মিয়া, মেয়ে পিয়া খাতুন ও জামাইকে নিয়ে আনন্দের সাথে ঈদুল ফিতরের ঈদ পালন করে। এঘটনায় ব্যবসায়ি আনোয়ার হোসাইন নয়নকে এলাকাবাসি সাধুবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, এরকম উদার মনের ছেলে দেশে খুব প্রয়োজন।