র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।৫/৭/২০০৩ইং তারিখ বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানা এলাকায় পূর্ব শত্রুতার জের হিসেবে আসামী বেলাল ফরাজী সহ তার সহযোগী আসামীরা স্থানীয় জাফর জোয়াদ্দারকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। এ সংক্রান্তে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-১১, তাং-১৬/৭/২০০৩ইং, ধারা-১৪৭/৪৪৭/৩০২/৩৪ পেনাল কোড, জিআর নং-১৬৮/২০০৩(মোড়েলগঞ্জ)। দীর্ঘ বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত গত ইং ২৬/৬/২০১৪ তারিখ মামলার আসামীদের মৃত্যুদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। বিষয়টি র্যাব-৬ এর নজরে আসলে র্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ৯ মে ২০২২ তারিখ র্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী বেলাল ফরাজী কুমিল্লা জেলার দাউদকান্দি থাকা এলাকায় আত্নগোপন করে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি অদ্য ১০ মে ২০২২ তারিখ ৩টা৩০ মিনিটের সময় কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী বেলাল ফরাজী, পিতা-মৃত আব্দুল মজিদ ফরাজী, সাং-পূর্ব বহরবুনিয়া, থানা-মোড়েলগঞ্জ জেলা-বাগেরহাটকে গ্রেফতার করে।
বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ও আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী বেলাল ফরাজী মামলার হওয়ার পর থেকে নিজের নাম পরিবর্তন করে চট্টগ্রাম জেলার মীরেরসরাই থানা ও কুমিল্লার দাউদকান্দি থানা এলাকায় দীর্ঘ ১৯ বছরের অধিক সময় দুলাল মিস্ত্রি নামে আত্নগোপন করে।
গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।