র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র্যাব জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ৭ মে ২০২২ তারিখ র্যাব-৬, স্পেশাল কোম্পানি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কুয়াকাটা টু খুলনা গামী বিআরটিসি বাসে ০২ জন মাদক ব্যাবসায়ী গাঁজা নিয়ে বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকা হতে খুলনার সোনাডাঙ্গা এলাকায় যাবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে একই তারিখ ১৭.২৫ ঘটিকার সময় আভিযানিক দলটি বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় পাকা রাস্তার উপর বিআরটিসি বাসটি থামিয়ে বাসে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আলতাফ হোসেন শেখ(৫৬), পিতা-মৃত শেখ মোন্তাজ উদ্দিন, মাতা-আকিমন নেছা, সাং-ভেড়ীবাধ রোড নতুন বাজার রুপসা হানিফ শেখের গলি, ২। ইমন হাওলাদার(২০) পিতা-মোঃ আলতাফ হাওলাদার, মাতা-আনোয়ারা বেগম, সাং-ভেড়ীবাধ মোকসেদ গলি রিপন এর বাড়ীর ভাড়াটিয়া, উভয় থানা-রুপসা, জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ১। ১০ কেজি গাঁজা, ২। ০৩টি মোবাইল ফোন ও ৩। নগদ ৪,০৪২/=টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তর করে আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।